করুন আপনার ইচ্ছার পাশাপাশি আপনার শিক্ষাগত যোগ্যতা, অর্থনৈতিক স্বচ্ছলতা এবং যে দেশে যাবেন সে দেশের আবহাওয়া আপনার শরীর ও মনের জন্য অনুকূল কি না। এ বিষয়গুলো হ্যাঁ বোধক হলেই ধরে নিতে পারেন আপনার উদ্যোগ বা ইচ্ছা সফলতার দিকে এগুচ্ছে।লক্ষ্যে পৌঁছানোর জন্য কোন ধরনের পেশা আপনার জন্য সবচেয়ে উপযুক্ত তা খুঁজে বের করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পেশাগত সফলতা বা আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নে সেই পেশার সাথে সামঞ্জস্যপূর্ণ পড়ার বিষয় বা নির্বাচনও কম তাৎপর্যপূর্ণ নয়। উপযুক্ত কোর্স নির্বাচনে যে বিষয়গুলো লক্ষ রাখা উচিত-
- আপনি পেশাগত জীবনে কোন পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চান এবং সে অনুযায়ী আপনার বর্তমান যোগ্যতা সাপেক্ষে কোন কোর্সটি সবচেয়ে উপযোগী বলে মনে হয়?
- উক্ত কোর্সের কোনো বিকল্প কোর্স আছে কি না?
- যে দেশে পড়তে যেতে আগ্রহী সে দেশে উক্ত কোর্সে উচ্চশিক্ষার মান বা পদ্ধতি বিশ্বে কতটুকু গ্রহণযোগ্য বা সময়োপযোগী?
- কাঙ্ক্ষিত বিষয়টিতে পড়াশোনা শেষে কোথায় কর্মক্ষেত্র গড়ে তুলবেন এবং সেখানে এর সুবিধা বা সম্ভাবনা ও অসুবিধা বা প্রতিবন্ধকতার মাত্রা কতটুকু?
- যে দেশে পড়তে যাচ্ছেন সেখানে উক্ত বিষয়টি কত বছর মেয়াদি এবং পড়াশোনার ব্যয় ও অন্যান্য খরচ আপনার সামর্থ্যের মধ্যে কি না?
- উক্ত বিষয়ে কোনো আর্থিক সহায়তা বা বৃত্তির ব্যবস্থা রয়েছে কি না যা আপনি পেতে পারেন।
মনে রাখবেন আপনি স্টুডেন্ট --
আপনার কোনও এজেন্সিকে টিউসান ফি জমা দিতে হয়না। ভিসার আগে টিউসান ফি ব্যাংক এর মাধ্যমে পাঠাতে হয়। কোনও এজেন্সিকে তাদের সার্ভিস চার্জ ছাড়া, অন্য কোন টাকা দিয়ে প্রতারিত হবেন না ।
প্রায়ই এমন খবর শোনা যায় আমি তো জার্মানি, ইংল্যান্ড যাওয়ার জন্য ৩/৫ লাখ টাকা দিছি ৬ মাস আগে। এখনো কিছু হচ্ছে না। পরে দেখা যায় অনেকেরই টাকা মাইর যায় বা কেউ আল্প কিছু ফেরত পায়, বাকিটা তারা এই চার্জ, সেই চার্জ বলে রেখে দেয়।
(সংগৃহীত)
No comments:
Post a Comment