ওয়েব ডিজাইন কি?


একজন মানুষের মনে সর্বপ্রথম সাধারণ যে প্রশ্ন টি আসবে, সেটি হল ওয়েব ডিজাইন কি?
একটি ওয়েবসাইট এর দৃশ্যমান অংশ তৈরি করাই ওয়েব ডিজাইন ।

আপনি একটি ওয়েবসাইট এ যা দেখতে পান তা তৈরি করাই ওয়েবডিজাইন । একটি ওয়েবসাইট দেখতে কেমন হবে, এর ব্যাকগ্রাউন্ড এর রং কি হবে, ব্যাকগ্রাউন্ড এ কোন ছবি থাকবে কিনা, থাকলে কি ছবি থাকবে । লেখা কত বড় হবে, কেমন স্টাইল এর হবে, কি রঙের হবে । ইত্যাদি নির্ধারণ করাই ওয়েব ডিজাইন । ওয়েব ডিজাইন এর কাজ ওয়েবসাইট এর দৃশ্যমান অংশ নিয়ে কাজ করা । যেমন ধরুন ফেসবুক, এর রং নীল বাম পাশে ছবি বা অনেক সময় ভিডিও থাকে । উপরে লগিন বক্স । ডানে সাইনাপ বক্স । আবার গুগল দেখুন । এর এসব কিছুই নেই । মাঝে একটি লোগো এবং এর নিচে সার্চ বক্স । এরকম প্রতিটা ওয়েবসাইট দেখতে ভিন্ন হয় কেন? এদের ডিজাইন এর কারনে । প্রত্যেক ওয়েবসাইট আলাদা ভাবে ডিজাইন করা হয় ।
প্রত্যেকের বিশেষ বৈশিষ্ট্য সহ বিশেষ ইউনিক ডিজাইন হয় ।



ওয়েব ডিজাইন কিভাবে করতে হয়?
======================
কিছু ভাষা ব্যবহার করে ওয়েব ডিজাইন করা হয় । এসব ভাষাকে কম্পিউটার এর ভাষা বা ওয়েব পেজ এর ভাষাও বলতে পারেন । মানুষের যেমন আলাদা ভাষা আছে, সে তার ভাষা বোঝে । তেমনি ওয়েব পেজ এর ও আলাদা ভাষা আছে এবং সে সেই ভাষা বোঝে । ওই ভাষায় তাকে যা বলা হবে সে তাই করবে । যদি বলা হয় তোমার রং পাল্টাও সে তা পালটে দেবে । আপনাকে ওয়েব ডিজাইন করতে হলে এসব ভাষা জানতে বা শিখতে হবে । আর এসব ভাষা কম্পিউটার এ লিখে ওয়েব পেজ তৈরি করা হয় । কয়েকটি ওয়েব পেজ নিয়েই একটি ওয়েবসাইট । অনেক সময় মাত্র একটি পেজ নিয়েই একটি ওয়েবসাইট হতে পারে ।

No comments:

Post a Comment