কী-ওয়ার্ড রিসার্চের জন্য সেরা ১০টি টুল

যারা এস.ই.ও সেক্টরে যারা  কাজ করছেন একমাত্র তারাই বলতে পারবেন যে এস.ই.ও এর ক্ষেত্রে কী-ওয়ার্ড রিসার্চের গুরুত্ব। তবে আমি জাস্ট একটি কথাই বলতে চাই আপনি যদি ঠিক মত কী-ওয়ার্ড রিসার্চ করতে না পারেন তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষে পৌছাতে অনেক কষ্ট করতে হবে তবে আপনি যদি আপনার কী-ওয়ার্ড সঠিক ভাবে রিসার্চ করতে পারেন তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষে সহজেই পৌছাতে পারবেন।
যারা কী-ওয়ার্ড রিসার্চ সম্পর্কে একেবারেই নতুন তাদের জন্য কিভাবে সঠিক ভাবে কী-ওয়ার্ড কিভাবে করতে হবে তা নিয়ে বিস্তারিত আকারে একটি টিউন করবো । আজকের টিউনটি যাদের কী-ওয়ার্ড রিসার্চ সম্পর্কে ধারনা আছে শুধু তাদের জন্যই আর আপনারা টিউনের টাইটেল দেখেই বুঝতে পারছেন যে আমি কি নিয়ে লিখবো হ্যাঁ আপনি ঠিকই বুঝেছেন আমি কী-ওয়ার্ড রিসার্চের জন্য সেরা ১০টি ফ্রী কী-ওয়ার্ড রিসার্চ টুল শেয়ার করবো।



১) Google Adwords Tool :

গুগল অ্যাডওয়ার্ডস টুল সম্পর্কে কিছু বলার প্রয়োজন আছে বলে মনে হয়না। কারন এটি সম্পর্কে সবাই জানেন এবং প্রত্যেক ওয়েব মাস্টারের পছন্দের টুল হল এটি।
গুগল অ্যাডওয়ার্ডস টুল এর লিংক http://www.adwords.google.com

2) SEM Rush :

গুগল অ্যাডওয়ার্ডস টুল এর পর SEM  Sush কেই আমরা সাজেস্ট করবো। এটি আপনার কী-ওয়ার্ড রিলেটেড সার্চ সাজেস্ট করে।
SEM Rush এর লিঙ্ক http://www.semrush.com

৩) Spyfu :

Spyfu হল ওয়েব মাষ্টারদের পছন্দের অন্যতম একটি টুল । এই টুল দিয়ে আপনি দুই ভাবে আপনার কী-ওয়ার্ড সার্চ করতে পারবেন ।এটি আপনাকে হাই রেঙ্ক কী-ওয়ার্ড দেখানোর পাশাপাশি ওয়েব সাইট সম্পর্কিত সকল তথ্যও আপনাকে সাজেস্ট করে।
Spyfu এর লিঙ্ক http://www.spyfu.com/try-it-free.aspx

৪) Woorank Website Review টুল :

Woorank Website Review টুলের মাধ্যমে আপনি আপনার কম্পিটিটরদের কী-ওয়ার্ড, ব্যাকলিঙ্ক সহ প্রয়োজনীয় সব তথ পাবেন।
Woorank Website Review টুলবারের লিঙ্ক woorank.com

৫) Keyword Spy :

Keyword Spy ওয়েব মাষ্টারদের জন্য অনেক কাজের একটি টুল।
Keyword Spy আপনাকে কী-ওয়ার্ড সার্চ করার পর রেজাল্টের পাশাপাশি আপনার সিলেক্ত করা কী-ওয়ার্ড এর কম্পিটিটরদের সাজেস্ট করে । Keyword Spy আপনাকে Adwords, Yahoo এবং Bing থেকে ডাটা কালেক্ট কর শো করে।
Keyword Spy এর লিঙ্ক http://www.keywordspy.com/

৬) Keyword Discovery :

Keyword Discovery তে আপনি আপনার কী-ওয়ার্ড সার্চ করার পর কী-ওয়ার্ড রিলেটেড ১০০টি কী-ওয়ার্ড সাজেস্ট করবে। এই টুলটি আপনাকে ১০০টি সার্চ ইঞ্জিন থেকে ডাটা কালেক্ট করে দিবে।
Keyword Siscovery এর লিঙ্ক http://www.keyworddiscovery.com/search.html

৭) Google Trends :

Google Trends অন্যতম একটি হ্যান্ডি টুল ।
এই টুল দ্বারা আপনি আপনার কী-ওয়ার্ড এর দিন , সপ্তাহ এবং মাসিক হিসাবে বিবরন পাবেন।
Google Trends এর অফিশিয়াল লিঙ্ক   http://www.google.com/trends

৮) Word Stream Keyword টুল :

Word Stream Keyword টুল দ্বারা আপনি আপনার সার্চ করা কী-ওয়ার্ড এর সার্চ ভলিওম, ফ্রিকেয়ন্সি এবং আপনার প্রতিযোগীদের সাজেস্ট করবে।
Word Stream Keyword টুল এর অফিশিয়াল লিঙ্ক http://www.wordstream.com/keywords

৯) SEO Quake :

SEO Quake মজিলা ফায়ারফক্সের একটি টুলবার।
এটি দিয়ে আপনি আপনার কী-ওয়ার্ড প্রতিযোগীদের সাইটের বয়স, পেইজ র‍্যাঙ্ক, ব্যাকলিঙ্ক সহ প্রয়োজনীয় সব তথ্য জানতে পারবেন।
SEO Quake ডাউনলোড লিঙ্ক http://www.seoquake.com/

১০) Soovle :

Soovle সুন্দর, ফ্রী এবং খুব দ্রুততর একটি সাইট ।
এই সাইট আপনাকে সকল সার্চ ইঞ্জিন থেকে ডাটা কালেক্ত করে দিবে।
Soovle এর লিঙ্ক http://www.soovle.com/
আশা করছি নতুনদের কাজে লাগবে ।
ভালো লাগলে বা কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন।
কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

এস.ই.ও, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ই-মেইল মার্কেটিং,  ব্লগিং অ্যান্ড অ্যাফিলিয়েট সহ যে কোন সমস্যা বা জিজ্ঞাসার জন্য আমাদের মাইসিস ইন্সটিটিউট অফ আইটির  অফিশিয়াল পেইজে কানেক্টেড থাকতে পারেন।`

Bank Job প্রত্যাশীরা অবশ্যই পড়বেন । এটি মুখস্ত করলে ইংরেজি হতে বাংলা এবং বাংলা হতে ইংরেজি পাবেন

Bank Job প্রত্যাশীরা অবশ্যই পড়বেন বুঝবেন মুখস্ত করলে ইংরেজি হতে বাংলা এবং বাংলা হতে ইংরেজি করতে সুবিধা পাবেন………
.
Recent Newspapers Words: The New Dimension
.
==============================================
01.pecuniary penalties —- আর্থিক জরিমানা
02.strict enforcement —– কঠোর প্রয়োগ
03.intelligentsia —- বুদ্ধিজীবী সমাজ

এসইও করতে গেলে প্রথম কাজ অনপেজ এসইও



#অনপেজ এসইও

যদিও ক্রমিক পোষ্ট হিসাবে এটা ইভেন্ট ব্লগিং এর সাথে যুক্ত করে ফেলেছি কিন্তু এটা মোটেও ইভেন্ট ব্লগিং এর অংশ নয় বরং সব ধরনের ব্লগিং এর অংশ

যে কোন ওয়েবসাইটের এসইও করতে গেলে আপনাকে প্রথম কাজ অনপেজ এসইও জানতে হবে। অনপেজ এসইও এর অনেক ধরনের এলিমেন্টস আছে । হেডলাইন সাব হেড লাইন, ছবি কন্টেন্ট বোল্ড আউট বাউন্ড লিঙ্কের ব্যবহার ইত্যাদি ইত্যাদি । পুর্নাংগ লিখার জন্য অনেক সময়ের প্রয়োজন । তাই আমি মুল কন্সেপ্টটা লিখে দিচ্ছি

যে ৫টি টুল আপনার SEO এর কাজকে আরও সহজ করে তুলবে

SEO ডিজিটাল মার্কেটিং এর একটি বড় অংশ। একটি ওয়েবসাইটকে SEO করতে হলে বিভিন্ন রকম টুলের প্রয়োজন হয়। কারণ টুল ব্যবহার ছাড়া SEO পরিপূর্ন ভাবে করা যায় না।



SEO এর বিভিন্ন অংশের জন্য বিভিন্ন টুল রয়েছে যেমনঃ কীওয়ার্ড রিসার্চের জন্য একধরনের টুল, অন পেজ অপ্টিমাইজেশনের জন্য এক ধরনের টুল আবার ব্যাকলিঙ্ক এনালাইসিস এর জন্য আরেক ধরনের টুল রয়েছে।

ইংরেজি Use of the right form of verbs এর ৫০ টি গুরুত্বপূর্ণ নিয়ম বাংলায় প্রত্যেক নিয়ময়ের সাথে ৫ টি করে উদাহরন

এই নিয়ম গুলো বিসিএস , ব্যাংক , ইউনিভার্সিটি ভর্তি ও যে কোন জব পরিক্ষা ছাড়াও বর্তমানে communicative system-এ নবম , দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য right form of verbs-এর ধারণা খুবই গুরুত্বপূর্ণ। কেননা এর ওপর ভিত্তি করে ইংরেজি দ্বিতীয় পত্রে প্রশ্ন থাকবে। Right form of verbs-এর ওপর সঠিক ধারণা না থাকলে এগুলোর উত্তর সঠিকভাবে করা সম্ভব নয়। তাই শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের সুবিধার্থে নিম্নে বেশ কিছু Right form of verbs-এর গুরুত্বপূর্ণ নিয়ম তুলে ধরলাম।
বিসিএস ,ব্যাংক ও ভর্তি পরীক্ষার নিয়ম গুলো শেষের দিকেঃ

বাক্যের subject যদি third person ও singular number হয় তাহলে present indefinite tense এ verb এর সাথে s/es হয় । কিন্তু অন্য কোন Tense এ রকম হয় না ।

রসমালাই বানান ঘরে বসেই

উপকরণঃ
মিষ্টির জন্যঃ
দুধ- ২ লিটার
ময়দা - ১/২ টেবিল চামচ
বেকিং পাউডার- ১/৪ চা চামচ
সুজি - ১ চ চামচ
ভিনেগার/ লেবুর রস- ১/৪ কাপ
পানি- ১/৪ কাপ
চিনি - ২ কাপ
পানি - ৪ কাপ (সিরার জন্য)
লেবুর রস - ২-৩ ফোঁটা
রসের জন্যঃ
দুধ - ১ লিটার
চিনি - ১/২ কাপ
পদ্ধতিঃ
মিষ্টি বানানোঃ
দুধ দিয়ে প্রথমে ছানা তৈরি করে নিন।
ছানা থেকে পানি ঝরে গেলে তা একটি বাটিতে নিয়ে ভাল করে মাখান যেন তা মসৃণ হয়। এবার তাতে ময়দা, সুজি, বেকিং পাউডার ও ১ টেবিল চামচ চিনি দিয়ে আবার ভালকরে মাখান যেন দানা না থাকে।

চলুন জেনে নেই ফটোশপের টুলবার সম্পর্কে ।



আপনাদেরকে ফটোশপের টুলবক্সের সাথে পরিচয় করিয়ে দিব। আপনার যদি টুলবক্সের উপর ভাল দক্ষতা থাকে তবে মনে করবেন আপনি ফটোশপ দিয়ে যে কোন ডিজাইন তৈরি করতে পারবেন।
ফটোশপের টুলবক্সকে ৪টি আলাদা বিভাগে বিভক্ত। ফলে কোন একটি বিশেষ কাজের জন্য টুল খোঁজে পাওয়াটা সহজ। এই বিভাগগুলো হচ্ছে -

১) কোন ছবিকে সিলেক্ট করা এবং কাটার জন্য Selection, Crop & Slice Tools

২) ছবিতে রং এর পরিবর্তন ও পেইন্ট করার জন্য Retouch & Paint Tools
৩) ফন্ট, ড্রয়িং ও ভেক্টরভিত্তিক কাজের জন্য Drawing & Type Tools